Sunday, 28 June 2020

I AM AN IDIOT


I AM AN IDIOT ! 


বোকা আমি বটে !

চালাক আমি নইকো ,
বোকা আমি বটে !
নইলে ধনী হওয়ার সুযোগ ছেড়ে 
গরিব হওয়ার মতলব আসে ঘটে ?

মহা স্বার্থপর হতে পারলে -
হতাম যে কত উচ্চ ধনী ,
গরিবের কথা ভাবতে গিয়ে 
হলাম যে আমি ঋনী । 

বুদ্ধিমান আর হওয়া হলো না 
বোকা আমি বটে !
জীবন পথে  বড় ঝুঁকি নিয়েছি -
মোর বউ রয়েছে বেজায় চটে  ।

সমাজের জন্য করব কাজ 
পরোপকারে শক্ত করবো বাঁধন ,
এই ছিল বড় মনের আশা 
সাদরে করব সবারে আপন ।

হায় রে হায় - নিরুপায়  
বোকা আমি বেশ বটে !
বাহুতে পেশী,পকেটে বেশী না থাকলে 
কর্মফল অন্যের কপালে জোটে । 

শুধু আমার তোমার - স্বার্থই সব 
এর থেকে নেইকো কিছু বড় ,
আপনি বাঁচলে বাপের নাম 
এই সৎবাক্য অদ্ভুতম সগোচর । 

জগতটারে আর 
রইলাম একলা আমি বোকা  !
উপরিতলার স্মিতবাক্যের লোভে 
নিরুপায় খেয়ে গেল শুধু ধোকা ।

তবু বেশ রয়েছি দারিদ্রের সাথে 
গরিব হয়ে একটু কষ্ট সয়ে । 
অন্যের অর্থ কুক্ষিগত না করে -
কাঙালকে শোষণ না করার মোহে । 

চালাক আমি নইকো মোটেও 
বোকা আমি বেশ বটে !
নইলে বিদেশ ভুঁইয়ের লোভ ছেড়ে 
নিজদেশে রয়ে গেলাম সেঁটে !

কত দেখিলাম , কত হেরিলাম 
হায়রে হায় জন্মভূমি !
বৈষম্যের অত্যাচার - ক্ষুদার চিৎকার 
এই বিচার করলে জননী তুমি ?

সবলে কৃপা - দুর্বলে শোষণ 
চারদিকে শুধু লোক ঠকানো ভাষণ 
বৃথা নিয়ম ঘুচবে যেদিন ,
শেষ হবে সেদিন চিরকালের শাসন ।

রইলাম যদি আরও একটুখানি বোকা !
সইতে হবে ঘৃণা - এও তা জানি 
দশের হয়ে যদি নিজেরে উৎসর্গে 
তাতে রইবে নাকো কোন গ্লানি । 

ওরে ও লোভী , ও অহংকারী 
তোদের যে হবে একদিন পতন ,
যতই বড়াই করিস না কেন নিজের-
যতই রাখিস লুঠিত ধনের যতন। 

বোকা আমি, মনটা হোক ধনী  !
ভগবানে - এ মোর শুধু প্রার্থনা,
সন্তানেরে রেখো দুধে ভাতে -
ঈশ্বরীপাটনী হয়ে রব,বড়ই বাসনা। 







-------সৌমেন দে 
  28/06/2020























Friday, 26 June 2020

COVID-19 Pandemic



||  COVID - 19  ||

Coronavirus Disease 2019



Corona শব্দে আজ শুধু আতঙ্কের ছায়া ,
ত্রিভুবন জুড়ে অদৃশ্য যমলোকের মায়া। 
চিন হতে আমেরিকা কোথায় না দিল পাড়ি -
বিনাযুদ্ধে এ যেন অতিকায় এক মহামারী। 

লক্ষ লক্ষ প্রাণ আর জীবন নিয়ে চলছে 
অবিরাম অমানবিক ছিনিমিনি খেলা ,
ঝগড়া নেই ,দ্বন্দ্ব নেই  , নেই কোনো শত্রূতা 
তবু রোজ রোজ শত শত মৃত্যুর মেলা। 

ডাক্তার , নার্স , পুলিশ , স্বাস্থকর্মী -
Corona বিভীষিকা ঘুম কেড়েছে সবার ,
দায়িত্বের বোঝা কাঁধে বইতে সইতে -
নিজের সম্মান আদায়েও হতে হল জেরবার। 

সমগ্র মানবজাতি  আজ একাধারে কোনঠাসা,
ভুগছে নিজ কৃত কর্মের অবহেলায়। 
প্রকৃতি বড়ই রুষ্ট - অবহেলিত অত্যাচারিত 
তাই মেতেছে আপন প্রতিশোধের খেলায়।  

Android র  টাচ এ আজ আমরা বহুত 'স্মার্ট ,
বিংশ শতাব্দীর দোরগোড়ায় হয়েছি ডিজিটাল।
Sanitizer আর সাবানেই ছিল Corona মুক্তি  ,
 প্রিয়জন হারিয়ে তবু জীবন যুদ্ধে বেশামাল। 

এখনো যদি বুঝতে না চাই ,যুঝতে নাকো পারি ,
না  হই সাবধান, উচিত হবে না মোটেও সেটা -
মাস্ক আর দূরত্বে কাটবে বিপদ 
তবে করবো না কেন ? করা উচিত ছিল যেটা।

চলো হই দৃঢ়প্রতিজ্ঞ, হই অতি সংস্কারি ,
বন্ধ করি প্রকৃতির উপর অবারিত লাঞ্ছনা। 
জীবন বাঁচায় -করি প্রিয়জনে রক্ষে -
আগামীর সূর্য উঠবে তবে নির্মল পৃথিবীর বক্ষে। 






                                                                                                              ------সৌমেন দে 
                                                                                                                    24/06/2020
















Thursday, 13 February 2020

My Valentine

||   আমার ভ্যালেনটাইন   ||



তোমারে দেখিলেম , তোমারে চাহিলেম ,
কাছে এসে ভালোবাসিলেম  ।
 তোমার ঐ দুই বাহুর মাঝে -
নিজেকে সারাক্ষণ খুঁজিলেম ।
বুকের ভিতর হাজারো উথাল-পাতাল 
আর বিশটা বছর পার ,
আমার মনের প্রিয় ভ্যালেনটাইন 
এটাই দিলেম তোমারে হার্দিক উপহার। 
অজস্র শব্দমাঝে উদাসীন আমি 
স্নেহের কাছে সদা দিশেহারা ,
একুল-ওকূল বাহে ঠাহরে দাঁড়িয়ে 
আগামী বসন্তের ন্যায় পাতাঝড়া। 
আবার উঠবে তবে, জাগবে সেজে -
প্রাণবন্ত অপার প্রেমে দিকভোলা ,
হাজারো স্রোতের মাঝে কান্ডারি হয়ে 
নোঙর তুলে হওয়ার পানে আমি পালতোলা। 
এগিয়ে চলো তবে - হে প্রিয়ে ,
অনন্ত প্রেমে সমাহিত হয়ে হাতটি ধরে -
একবুক তৃষ্ণায় হারানো  স্বপ্নগুলো 
মরুর মাঝে যেরকমে - খুঁজে ফেরে। 





-সৌমেন দে 
14/02/2020


Tuesday, 17 March 2015

SUNTALEKHOLA


সুন্তালেখলা 


এত নীরব ,             
                                      এত নির্বাক কেন  তুমি ?
কেনই বা এরূপ -    
                             ........... নিস্তব্দ সজীবতা !
অস্থির  চিত্ত           
                                           টানিয়া লহ বারেবার ,
উচ্ছ্বল প্রবাহের      
                                       বিমুখে তোমার অধিষ্ঠান । 
  উদিব্গ্ন মন -           
                                   ............সুধা প্রাপ্ত যেথা -
পরমার্থ তথা          
                                               প্রানবন্ত পরমায়ু ; 
হরিছ সদা.........   
                                                অন্তর্হিত আকুলতা ,
   করিনু কভু তোমার      
                                            .......সুশ্রীর বঞ্চনা । 
সদ্য জাগ্রত .........
                                             বিহঙ্গের কলতান -
আনিয়া লহে প্রাণে   
                                                 উদ্দীপ্ত উন্মাদনা ,
চক্ষু নিবন্ধে -          
                                             প্রলেপ দিয়া যায় -
সৃজন অখিল           
                                     ........কোমল স্নিগ্ধতা ।
নিশীথ নির্জন           
                                                মায়াবী জোছনায় -
নিষ্পলক রহি          
                                           জ্যোতির্ময় আশমানে -
দরদী মৃদু শৈল.......
                                                   সুরের মুর্চানায় -
আপ্লুত আমি........
                                                  নির্ঝরিণীর তালে ।




                                                                                    ............. সৌমেন দে 
                                                                                                 6th Μarch ,2015


Monday, 23 February 2015

 

  আত্মদ্রোহ 


জীবন পথের রক্তস্নাত রণক্ষেত্র বক্ষে-
অধিষ্ট - নিসঙ্গ পথিক আমি ,
হতাশাগ্রস্থ বুকের ভিতর হাজারো 
যন্ত্রনার সাক্ষী - তুমি অন্তর্যামী । 

মর্মাহত টুকরো টুকরো মনের -
আঙিনায় - ক্ষিপ্ত বিবেকের লাথি -
একাকিত্বের অভিশাপে দাঁড়িয়ে আমি,
নিরাকার নিরাশাগ্রস্ত নিজের সাথী ।

ভারাক্রান্ত হৃদয় আর মনের অন্তরে-
অতীতের প্রত্যাঘাত জাগায় বেদনা ,
একাকী আমি নিরবতার জ্বালায় 
পেয়ে যায় শুধু আত্মদ্রোহের যন্ত্রনা ।

অমনোযোগী আর নিস্পলক দৃষ্টিতে -
ভেসে বেড়ানো অগভীর চিন্তার আধার 
শরীরের রোম-রোম ক্ষত-বিক্ষত,
তবু না পারি চিত্কার করে কাঁদার ।

একলা মন রয় জাগতিক হতে একটু সরে-
নীরব আলোর থেকে দূর-বহুদূরে।
দিক-দিগন্তে বাঁধন হারা নিসঙ্গ হয়ে-
জীবন্ত মায়াজালের নিস্তব্দ কষ্ট সয়ে । 

ইচ্ছে করে অঝোর বৃষ্টিতে দাঁড়িয়ে-
নিস্তেজ হয়ে সারাক্ষণ ভিজতে -
ইচ্ছে করে নিদ্রাহীন দৃষ্টির অন্তরালে
অপরাধী হয়ে নিজেকে কষ্ট দিতে ।






                                                                        ....................................সৌমেন দে 
                                                                 18th Μay, 2010


Tuesday, 11 November 2014


 

" তোমার তরে "




আসিয়াছি  আমি তোমার দ্বারে
তোমার  পানে  চাহিয়া -
তোমারও প্রেমের মোহিনী মোহনে 
মায়াবী বাঁধনে জড়াইয়া  ।।


আসিয়াছি তব তোমার নিকটে 
তোমার প্রতীক্ষায় রহিয়া -
থাকিতে চাহি সদা তোমার তরে 
নয়নে নয়ন মিলাইয়া  ।।


তোমার আঁখির কোমল স্নিগ্ধতা 
শান্তি আনিয়া লহে প্রানে -
তোমার স্পর্শে পরিতৃপ্ত আমি ,
নীরব রহি তোমার আলিঙ্গনে  ।।  


তোমারও লইয়া ভাসিতে চাহি -
তেপান্তরে - দূর গগনের পাড়ে ,
দিবস - রজনী বাঁচিবারে মরি -
তোমারও হইয়া , শুধুই তোমার তরে ।।





                                                                                   ...................  সৌমেন দে ।
                                                                                                       18th  May , 2014



Monday, 1 September 2014



  " আরাকু "



   চলিয়াছি সমুদ্রতটের                      
                 হাতছানি  ছাড়াইয়া 
   দূর পাহাড়ের                               
                    আকুল আহ্বানে -
মুগ্ধ মনের                               
                    তৃষ্ণার্ত বসুন্ধরা 
     উদার প্রকৃতির                              
                      নৈসর্গিক শোভনে ।


পাহাড়ের কোলে                      
                          মেঘের অন্তরালে 
সবুজ তুলিতে                         
                             ঘুরিতেছে মাকু ;
রোদ - বৃষ্টির সুতোয়              
                               বাঁধা পড়িয়াছে 
গগন পাড়ে                          
                             চিরসবুজ আরাকু


সকালের স্নিগ্ধতায়              
                                 শিশিরের আভা 
বিস্তৃর্ন সবুজের গায়ে            
                            শুভ্র  মেঘের লাভা ।
  আধিবাসী ঢঙে মনমাতাল       
                            পাহাড়ী রঙের মেলা 
পরিতৃপ্ত মনের আঙিনায়       
                         প্রকৃতির রূপের খেলা ।


উড়ন্ত বিহগকুলের               
                              মনভোলা বিচরণ , আর
কোমল পাহাড়ী স্পর্শে          
                                   প্রকৃতিপ্রেমের ছোঁয়া। 
ভ্রমণ পিপাসু মনকে             
                                    উড়িয়ে নিয়ে যায় -
দিকভোলা - অবিশ্রান্ত         
                                 হালকা হিমেল হওয়া ।







                                                                                ..........................সৌমেন দে 
                                                                                               12th Αugust , 2013