I AM AN IDIOT !
বোকা আমি বটে !
চালাক আমি নইকো ,
বোকা আমি বটে !
নইলে ধনী হওয়ার সুযোগ ছেড়ে
গরিব হওয়ার মতলব আসে ঘটে ?
মহা স্বার্থপর হতে পারলে -
হতাম যে কত উচ্চ ধনী ,
গরিবের কথা ভাবতে গিয়ে
হলাম যে আমি ঋনী ।
বুদ্ধিমান আর হওয়া হলো না
বোকা আমি বটে !
জীবন পথে বড় ঝুঁকি নিয়েছি -
মোর বউ রয়েছে বেজায় চটে ।
সমাজের জন্য করব কাজ
পরোপকারে শক্ত করবো বাঁধন ,
এই ছিল বড় মনের আশা
সাদরে করব সবারে আপন ।
হায় রে হায় - নিরুপায়
বোকা আমি বেশ বটে !
বাহুতে পেশী,পকেটে বেশী না থাকলে
কর্মফল অন্যের কপালে জোটে ।
শুধু আমার তোমার - স্বার্থই সব
এর থেকে নেইকো কিছু বড় ,
আপনি বাঁচলে বাপের নাম
এই সৎবাক্য অদ্ভুতম সগোচর ।
জগতটারে আর
রইলাম একলা আমি বোকা !
উপরিতলার স্মিতবাক্যের লোভে
নিরুপায় খেয়ে গেল শুধু ধোকা ।
তবু বেশ রয়েছি দারিদ্রের সাথে
গরিব হয়ে একটু কষ্ট সয়ে ।
অন্যের অর্থ কুক্ষিগত না করে -
কাঙালকে শোষণ না করার মোহে ।
চালাক আমি নইকো মোটেও
বোকা আমি বেশ বটে !
নইলে বিদেশ ভুঁইয়ের লোভ ছেড়ে
নিজদেশে রয়ে গেলাম সেঁটে !
কত দেখিলাম , কত হেরিলাম
হায়রে হায় জন্মভূমি !
বৈষম্যের অত্যাচার - ক্ষুদার চিৎকার
এই বিচার করলে জননী তুমি ?
সবলে কৃপা - দুর্বলে শোষণ
চারদিকে শুধু লোক ঠকানো ভাষণ
বৃথা নিয়ম ঘুচবে যেদিন ,
শেষ হবে সেদিন চিরকালের শাসন ।
রইলাম যদি আরও একটুখানি বোকা !
সইতে হবে ঘৃণা - এও তা জানি
দশের হয়ে যদি নিজেরে উৎসর্গে
তাতে রইবে নাকো কোন গ্লানি ।
ওরে ও লোভী , ও অহংকারী
তোদের যে হবে একদিন পতন ,
যতই বড়াই করিস না কেন নিজের-
যতই রাখিস লুঠিত ধনের যতন।
বোকা আমি, মনটা হোক ধনী !
ভগবানে - এ মোর শুধু প্রার্থনা,
সন্তানেরে রেখো দুধে ভাতে -
ঈশ্বরীপাটনী হয়ে রব,বড়ই বাসনা।
ওরে ও লোভী , ও অহংকারী
তোদের যে হবে একদিন পতন ,
যতই বড়াই করিস না কেন নিজের-
যতই রাখিস লুঠিত ধনের যতন।
বোকা আমি, মনটা হোক ধনী !
ভগবানে - এ মোর শুধু প্রার্থনা,
সন্তানেরে রেখো দুধে ভাতে -
ঈশ্বরীপাটনী হয়ে রব,বড়ই বাসনা।
-------সৌমেন দে
28/06/2020