Sunday 28 June 2020

I AM AN IDIOT


I AM AN IDIOT ! 


বোকা আমি বটে !

চালাক আমি নইকো ,
বোকা আমি বটে !
নইলে ধনী হওয়ার সুযোগ ছেড়ে 
গরিব হওয়ার মতলব আসে ঘটে ?

মহা স্বার্থপর হতে পারলে -
হতাম যে কত উচ্চ ধনী ,
গরিবের কথা ভাবতে গিয়ে 
হলাম যে আমি ঋনী । 

বুদ্ধিমান আর হওয়া হলো না 
বোকা আমি বটে !
জীবন পথে  বড় ঝুঁকি নিয়েছি -
মোর বউ রয়েছে বেজায় চটে  ।

সমাজের জন্য করব কাজ 
পরোপকারে শক্ত করবো বাঁধন ,
এই ছিল বড় মনের আশা 
সাদরে করব সবারে আপন ।

হায় রে হায় - নিরুপায়  
বোকা আমি বেশ বটে !
বাহুতে পেশী,পকেটে বেশী না থাকলে 
কর্মফল অন্যের কপালে জোটে । 

শুধু আমার তোমার - স্বার্থই সব 
এর থেকে নেইকো কিছু বড় ,
আপনি বাঁচলে বাপের নাম 
এই সৎবাক্য অদ্ভুতম সগোচর । 

জগতটারে আর 
রইলাম একলা আমি বোকা  !
উপরিতলার স্মিতবাক্যের লোভে 
নিরুপায় খেয়ে গেল শুধু ধোকা ।

তবু বেশ রয়েছি দারিদ্রের সাথে 
গরিব হয়ে একটু কষ্ট সয়ে । 
অন্যের অর্থ কুক্ষিগত না করে -
কাঙালকে শোষণ না করার মোহে । 

চালাক আমি নইকো মোটেও 
বোকা আমি বেশ বটে !
নইলে বিদেশ ভুঁইয়ের লোভ ছেড়ে 
নিজদেশে রয়ে গেলাম সেঁটে !

কত দেখিলাম , কত হেরিলাম 
হায়রে হায় জন্মভূমি !
বৈষম্যের অত্যাচার - ক্ষুদার চিৎকার 
এই বিচার করলে জননী তুমি ?

সবলে কৃপা - দুর্বলে শোষণ 
চারদিকে শুধু লোক ঠকানো ভাষণ 
বৃথা নিয়ম ঘুচবে যেদিন ,
শেষ হবে সেদিন চিরকালের শাসন ।

রইলাম যদি আরও একটুখানি বোকা !
সইতে হবে ঘৃণা - এও তা জানি 
দশের হয়ে যদি নিজেরে উৎসর্গে 
তাতে রইবে নাকো কোন গ্লানি । 

ওরে ও লোভী , ও অহংকারী 
তোদের যে হবে একদিন পতন ,
যতই বড়াই করিস না কেন নিজের-
যতই রাখিস লুঠিত ধনের যতন। 

বোকা আমি, মনটা হোক ধনী  !
ভগবানে - এ মোর শুধু প্রার্থনা,
সন্তানেরে রেখো দুধে ভাতে -
ঈশ্বরীপাটনী হয়ে রব,বড়ই বাসনা। 







-------সৌমেন দে 
  28/06/2020























Friday 26 June 2020

COVID-19 Pandemic



||  COVID - 19  ||

Coronavirus Disease 2019



Corona শব্দে আজ শুধু আতঙ্কের ছায়া ,
ত্রিভুবন জুড়ে অদৃশ্য যমলোকের মায়া। 
চিন হতে আমেরিকা কোথায় না দিল পাড়ি -
বিনাযুদ্ধে এ যেন অতিকায় এক মহামারী। 

লক্ষ লক্ষ প্রাণ আর জীবন নিয়ে চলছে 
অবিরাম অমানবিক ছিনিমিনি খেলা ,
ঝগড়া নেই ,দ্বন্দ্ব নেই  , নেই কোনো শত্রূতা 
তবু রোজ রোজ শত শত মৃত্যুর মেলা। 

ডাক্তার , নার্স , পুলিশ , স্বাস্থকর্মী -
Corona বিভীষিকা ঘুম কেড়েছে সবার ,
দায়িত্বের বোঝা কাঁধে বইতে সইতে -
নিজের সম্মান আদায়েও হতে হল জেরবার। 

সমগ্র মানবজাতি  আজ একাধারে কোনঠাসা,
ভুগছে নিজ কৃত কর্মের অবহেলায়। 
প্রকৃতি বড়ই রুষ্ট - অবহেলিত অত্যাচারিত 
তাই মেতেছে আপন প্রতিশোধের খেলায়।  

Android র  টাচ এ আজ আমরা বহুত 'স্মার্ট ,
বিংশ শতাব্দীর দোরগোড়ায় হয়েছি ডিজিটাল।
Sanitizer আর সাবানেই ছিল Corona মুক্তি  ,
 প্রিয়জন হারিয়ে তবু জীবন যুদ্ধে বেশামাল। 

এখনো যদি বুঝতে না চাই ,যুঝতে নাকো পারি ,
না  হই সাবধান, উচিত হবে না মোটেও সেটা -
মাস্ক আর দূরত্বে কাটবে বিপদ 
তবে করবো না কেন ? করা উচিত ছিল যেটা।

চলো হই দৃঢ়প্রতিজ্ঞ, হই অতি সংস্কারি ,
বন্ধ করি প্রকৃতির উপর অবারিত লাঞ্ছনা। 
জীবন বাঁচায় -করি প্রিয়জনে রক্ষে -
আগামীর সূর্য উঠবে তবে নির্মল পৃথিবীর বক্ষে। 






                                                                                                              ------সৌমেন দে 
                                                                                                                    24/06/2020