Thursday 27 February 2014

MEMORIES HURT



" স্মৃতিঘাত  "

 

 

অতীতের হারানো  দিনগুলি 
 ভেসে ওঠে চোখের সমুখে 
জীবন  স্মৃতির ভরা পাতা-
দাঁড়িয়ে বাস্তবের বিমুখে। 


সেদিনও ছিল আকাশে উজ্জ্বল তারা 
আজ তা কুয়াশা - ঘন মেঘেতে ভরা ,
সৃষ্টির আঁধারে হারালো চেতনা -
স্মৃতিঘাত জীবনে নিয়ে এলো বেদনা ।


দিগন্ত সমুদ্রে প্রানবন্ত ফেনারাশি -
যেন ক্লান্ত - আলস্যে  ক্ষীন ,
মানস  ভুবনে  স্মৃতির ভেলা 
দিকভোলা -হতাশায় হয় লীন ।


একরাশি স্বপ্ন আর আশাতে
হৃদয় ছিল রঙিন - বর্ণময় ,
ক্ষনিকের ত্রুটি আর স্মৃতিঘাতে-
অন্তরধামে হল শুধু ক্ষয় ।


সুন্দর ভূবনে চাইলাম বাঁচতে -
ইচ্ছেজোড়া রংবেরং-নতুন স্মৃতিতে -
দিবানিশি  চাই হতে কর্মে মন্য ,
আলোর আকাশে হৃদয় হোক ধন্য ।






                                                                                                ................সৌমেন  দে ।  
                                                                                                            28th July , 2006