Monday 23 February 2015

 

  আত্মদ্রোহ 


জীবন পথের রক্তস্নাত রণক্ষেত্র বক্ষে-
অধিষ্ট - নিসঙ্গ পথিক আমি ,
হতাশাগ্রস্থ বুকের ভিতর হাজারো 
যন্ত্রনার সাক্ষী - তুমি অন্তর্যামী । 

মর্মাহত টুকরো টুকরো মনের -
আঙিনায় - ক্ষিপ্ত বিবেকের লাথি -
একাকিত্বের অভিশাপে দাঁড়িয়ে আমি,
নিরাকার নিরাশাগ্রস্ত নিজের সাথী ।

ভারাক্রান্ত হৃদয় আর মনের অন্তরে-
অতীতের প্রত্যাঘাত জাগায় বেদনা ,
একাকী আমি নিরবতার জ্বালায় 
পেয়ে যায় শুধু আত্মদ্রোহের যন্ত্রনা ।

অমনোযোগী আর নিস্পলক দৃষ্টিতে -
ভেসে বেড়ানো অগভীর চিন্তার আধার 
শরীরের রোম-রোম ক্ষত-বিক্ষত,
তবু না পারি চিত্কার করে কাঁদার ।

একলা মন রয় জাগতিক হতে একটু সরে-
নীরব আলোর থেকে দূর-বহুদূরে।
দিক-দিগন্তে বাঁধন হারা নিসঙ্গ হয়ে-
জীবন্ত মায়াজালের নিস্তব্দ কষ্ট সয়ে । 

ইচ্ছে করে অঝোর বৃষ্টিতে দাঁড়িয়ে-
নিস্তেজ হয়ে সারাক্ষণ ভিজতে -
ইচ্ছে করে নিদ্রাহীন দৃষ্টির অন্তরালে
অপরাধী হয়ে নিজেকে কষ্ট দিতে ।






                                                                        ....................................সৌমেন দে 
                                                                 18th Μay, 2010