Monday 23 February 2015

 

  আত্মদ্রোহ 


জীবন পথের রক্তস্নাত রণক্ষেত্র বক্ষে-
অধিষ্ট - নিসঙ্গ পথিক আমি ,
হতাশাগ্রস্থ বুকের ভিতর হাজারো 
যন্ত্রনার সাক্ষী - তুমি অন্তর্যামী । 

মর্মাহত টুকরো টুকরো মনের -
আঙিনায় - ক্ষিপ্ত বিবেকের লাথি -
একাকিত্বের অভিশাপে দাঁড়িয়ে আমি,
নিরাকার নিরাশাগ্রস্ত নিজের সাথী ।

ভারাক্রান্ত হৃদয় আর মনের অন্তরে-
অতীতের প্রত্যাঘাত জাগায় বেদনা ,
একাকী আমি নিরবতার জ্বালায় 
পেয়ে যায় শুধু আত্মদ্রোহের যন্ত্রনা ।

অমনোযোগী আর নিস্পলক দৃষ্টিতে -
ভেসে বেড়ানো অগভীর চিন্তার আধার 
শরীরের রোম-রোম ক্ষত-বিক্ষত,
তবু না পারি চিত্কার করে কাঁদার ।

একলা মন রয় জাগতিক হতে একটু সরে-
নীরব আলোর থেকে দূর-বহুদূরে।
দিক-দিগন্তে বাঁধন হারা নিসঙ্গ হয়ে-
জীবন্ত মায়াজালের নিস্তব্দ কষ্ট সয়ে । 

ইচ্ছে করে অঝোর বৃষ্টিতে দাঁড়িয়ে-
নিস্তেজ হয়ে সারাক্ষণ ভিজতে -
ইচ্ছে করে নিদ্রাহীন দৃষ্টির অন্তরালে
অপরাধী হয়ে নিজেকে কষ্ট দিতে ।






                                                                        ....................................সৌমেন দে 
                                                                 18th Μay, 2010


1 comment:

  1. eto dukhho r hotasha r obhibyakti keno? manush jokhon kono kaaj korey,sei bishesh somoy ba tar agey sei bhab tai tar mon odhikar korey thake, since thought is followed by action!!!! tai jigyasa korchhi keto dukhho keno???

    ReplyDelete