Thursday, 27 February 2014

MEMORIES HURT



" স্মৃতিঘাত  "

 

 

অতীতের হারানো  দিনগুলি 
 ভেসে ওঠে চোখের সমুখে 
জীবন  স্মৃতির ভরা পাতা-
দাঁড়িয়ে বাস্তবের বিমুখে। 


সেদিনও ছিল আকাশে উজ্জ্বল তারা 
আজ তা কুয়াশা - ঘন মেঘেতে ভরা ,
সৃষ্টির আঁধারে হারালো চেতনা -
স্মৃতিঘাত জীবনে নিয়ে এলো বেদনা ।


দিগন্ত সমুদ্রে প্রানবন্ত ফেনারাশি -
যেন ক্লান্ত - আলস্যে  ক্ষীন ,
মানস  ভুবনে  স্মৃতির ভেলা 
দিকভোলা -হতাশায় হয় লীন ।


একরাশি স্বপ্ন আর আশাতে
হৃদয় ছিল রঙিন - বর্ণময় ,
ক্ষনিকের ত্রুটি আর স্মৃতিঘাতে-
অন্তরধামে হল শুধু ক্ষয় ।


সুন্দর ভূবনে চাইলাম বাঁচতে -
ইচ্ছেজোড়া রংবেরং-নতুন স্মৃতিতে -
দিবানিশি  চাই হতে কর্মে মন্য ,
আলোর আকাশে হৃদয় হোক ধন্য ।






                                                                                                ................সৌমেন  দে ।  
                                                                                                            28th July , 2006






7 comments:

  1. bah bhalo likhechis (y)

    ReplyDelete
  2. Masha Allah.... :D

    ReplyDelete
  3. emnite bhaloi hoyechhe baki gulor moto.......kintu proshnota hochhe eto dukkho keno mone......kobita ta likhte giye chita ta toh korte hoyechhe.....chinta sofol hoyechhe jokhon onubhuti hoyechhe.....tai bolchhi eto korun rosh keno?

    ReplyDelete
  4. re nare eto bohudin age lekha .......r etat kono onubhuti theke na just imagination and created by me.......

    ReplyDelete
  5. Thanks to you all for your beautiful comments

    ReplyDelete