"পথিক"
চলার পথের সীমানা হারিয়ে ....
..........চলেছ বন্ধু দিগন্ত পেরিয়ে ।
বিসর্জন দিয়েছ জীবন সমূদ্রের সবদিক।
তুমি তো সবার বন্ধু .............
.....................তুমিই পথিক ।
চলেছ তুমি নিরাশা হতে আশার পথে
মানস ভুবনে জীবন প্রেমের সুবাস গেঁথে .
ছড়িয়ে দিও তোমার কন্ঠের মৈত্রীর বানী
এ ধরিত্রী তোমার কাছে হোক ঋনী .
তোমার চরণধূলি স্নিগ্ধ করে তাজাপ্রাণ .
মৈত্রী আর প্রেমের বানী তো...........
...............................অমৃতের সোপান ।
যুগের যুগান্তরিতে এসব কত অনাসৃষ্টি,
অশ্রুসজল নয়ন আনে.................
........................অক্লান্ত অকালবৃষ্টি।
অশান্তির বিরোধী তুমি শান্তির প্রতীক,
ধ্বংসকে হার মানিয়ে তুমি সৃষ্টির পথিক ।
কর্তব্যের দোলায় তোমার রক্ত হয়েছে জল ,
এ ধরিত্রী এ নরক কি তোমার কর্মের ফল ?
শিখিও সেই অজ্ঞাত অন্ধ জনগনকে ....
সাম্যের বাঁধন ...........................
..........যেন কোমল করে তাদের মনকে ।
এসো বন্ধু যুগে যুগে পথিক হয়ে -
তোমার সৃষ্টির দিকে সর্বদা থাকবো চেয়ে ।
সৌমেন দে ...
9th Nov,2006
Bapok toh aro upload kor.... :)
ReplyDeletedarun darun... aro chai...we want more.. Keep it up!!
ReplyDeleteHmmm...bhalo hoyeche....
ReplyDeletekhub sundor likhechis.. pore bhalo laglo.. Aro upload korish... Keep up this good job always :) :)
ReplyDelete