" ঘুমের ওপারে "
নির্বিঘ্নে নিঃশব্দে আঁধার মাঝে.....
ঘুমের ওপারে দিই পাড়ি
গুটি গুটি পায়ে ...............
...............দূর হতে ভিড় করে -
হাজারো রঙ্গিন স্বপ্নের নির্বাক সারি ।
কল্পনার ডানায় ভর করে --
চলি গতিহীন দূর বহুদূর ,
হৃদয় মাঝে বেজে ওঠে -
বাঁধনছাড়া বিজয়্গানের সুর ।
কখনো পাখি হয়ে ভেসে বেড়ায়
শুভ্র মেঘরাশির.......... ...........
...............মাঝে নীল আকাশে ।
কখনো বা ভ্রমর হয়ে মাতোয়ারা
ফুলের সুগন্ধে নির্মল বাতাসে ।
ঘুমের পারে হতে পারি --
যুদ্ধ শেষে অস্ত্রধারী বিজয়ী নায়ক,
মাঝনদীতে দাঁড় হাতে খেয়াপারী
আপনভোলা ছন্দের ভরাই গায়ক ।
হতে পারি মুকুটধারী দিগ্বীজয়ী
নেপোলিয়ান রাজে দুঃশাসন ,
ভরাতে পারি .....................
.........................গগন পাড়ে-
পাহাড় চুড়ায় সফল নেতার আসন ।
ঘুমের পারে তুচ্ছ করি
হাজারো না মানা নিষেধ ,
স্বপ্ন জোরে ঘুরে ফিরি -
দেশ -বিদেশ ,সমুদ্র বিভেদ ।
কখনো বা ভ্রমর হয়ে মাতোয়ারা
ফুলের সুগন্ধে নির্মল বাতাসে ।
ঘুমের পারে হতে পারি --
যুদ্ধ শেষে অস্ত্রধারী বিজয়ী নায়ক,
মাঝনদীতে দাঁড় হাতে খেয়াপারী
আপনভোলা ছন্দের ভরাই গায়ক ।
হতে পারি মুকুটধারী দিগ্বীজয়ী
নেপোলিয়ান রাজে দুঃশাসন ,
ভরাতে পারি .....................
.........................গগন পাড়ে-
পাহাড় চুড়ায় সফল নেতার আসন ।
ঘুমের পারে তুচ্ছ করি
হাজারো না মানা নিষেধ ,
স্বপ্ন জোরে ঘুরে ফিরি -
দেশ -বিদেশ ,সমুদ্র বিভেদ ।
Ghumer opare tor ei lekha niye
ReplyDeleteami ja khusi tai korbo :P
Darun hyeche..Ghumer opare nijei nijer malik
ta abar ter pelam...