কিছু কথা দিয়ে একটা ....
কবিতা লিখতে চাইলাম,
দুই পাতার নির্বাক কাহিনী।
একে অপরের দিকে তাকিয়ে -
নিষ্পলক নীরব দৃষ্টিতে ।
নির্মল দুই হৃদয় বিপরীতে -
কিছু বলতে চায় ।
চোখের ইশারাতেই ওদের বুঝতে হয় ,
কাছে আসতে হয় ,
হয়ত সেই দুই পাতা আমি র তুমি।
মহাকালের আঙ্গিনায়, আকাশের
নীচে -নির্জন নি:শব্দ প্রান্তে -
নির্লিপ্ত নীলিমায় ভরপুর দুটি
সবুজ রং ভেসে যেতে চায় -
গগন ছাড়িয়ে দিগন্তে - অন্তনীড়ে।
প্রবল ইচ্ছাশক্তির ডানায় ভর করে
উন্মত্ত নেশায় -
জগৎজীবনের পিছুটান ছিঁড়ে ফেলে,
একই অবলম্বনকে আঁকড়ে -
জনম জনম একে অপরের পরিপন্থী।
সৌমেন দে .....
28th April ,2009
etao khub valo hoeche.. dui pata sobar life ei kono na kono somoy ase..
ReplyDelete