" একলা আমি "
একলা আমি রয়েছি বসে -
অনন্ত সাগরের তীরে ,
পাখিরা সব গাইছে কূজন
আপন আপন নীড়ে ।
শরতের হালকা হাওয়ায়-
মেঘের সারি চলেছে বহুদূরে,
সোনালী রোদে সূর্যিমামা
উঁকি মেরে তাকায় ফিরে ।
একলা আমি রয়েছি বসে
নীল্ আকাশের পানে চেয়ে।
সমুদ্রতটে বৃক্ষতলে নি:সঙ্গ হয়ে।
রয়েছি সব ভুলে একলা একমনে,
নোনামাটির গন্ধে আনমনা একজনে।
পক্ষীগন চলেছে অপার বিদেশে,
কখনো বা ঢেউযের সারি
গর্জন করে মহারাজের বেশে।
মাঝ সমুদ্রে নৌকাগুলো আসছে
আপন কাজ শেষে ;
মাঝিরা সব ফিরছে হেসে
নিজ নিজ দেশে।
একাকী ,স্বপ্ন পাগল আমি ,
রয়েছি এক অজানার খোঁজে-
সন্ধ্যার আকাশে,মেঘের কোনে-
দিবাকর ,তাকায় যেন লাজে।
সৌমেন দে ......
10th Sep ,2008
oshadharon.... :)
ReplyDeletewah wah... darun...
ReplyDelete