" দার্জিলিং "
ভ্রমণ পিপাসু মনের তাগিদে ,
চলেছি চেনা সমতলের
.............সীমান্ত ছাড়িয়ে।
অজানা পাহাড়ের সৌন্দর্য সন্ধানে ;
মনোরম প্রকৃতির মাধুর্য মন্থনে ।
চড়াই-উৎরাই এ তাল মিলিয়ে
আঁকা বাঁকা পথের গা বেয়ে
বিস্মৃত অগনিত পাহাড়ের সারি ।
তবু , রাস্তা বাহারে ভীত , .....
..............উদ্বিগ্ন মনের ভারি ।
পাহাড়ের গা জড়িয়ে মেঘের চাদর ,
কুয়াশার আড়ালে পরিস্ফুট ......
...................পরিশ্রান্ত দিবাকর ।
আলোর লুকোচুরি দৃশ্যত অহরহ ,
পাহাড়ের কোলে শোভিত সবুজের সমারোহ ।
অপরূপ আবাহনে মাতোয়ারা আমি ,
প্রকৃতির ভেলায় ভাসমান তৃপ্ত অন্তর্যামী ।
রূপের ছটায় মুগ্ধ , মনের সারাটা দিন,
প্রভাতের আঙ্গিনায় পরিপূর্ণ...............
........................... রূপসী দার্জিলিং।
দিগন্ত দুরে কাঞ্চনজঙ্ঘার মাথা যায় দেখা,
টাইগার হিলের সূর্যোদয় ...................
........প্রাত:কালে , কুয়াশা গায়ে মাখা
পাহাড়ি ফুলের বৈচিত্র দাগ কাটে মনে ,
তিস্তাপাড়ে ঝর্নাধ্ব্নি পাল তোলে সবুজবনে ।
ফিরলাম , চা বাগানের সৌন্দর্য নিয়ে,
ঘুম স্টেশনের মহা প্রতীক্ষিত
...........................রেলযাত্রী হয়ে,
পাহাড় চূড়ায় ছোট্ট শহর বেশ মনোহর;
সবুজে ঘেরা দার্জিলিং যেন স্বর্গের সদর।
....... সৌমেন দে
20th Αpril ,2013
....... সৌমেন দে
20th Αpril ,2013
bah !! khub valo
ReplyDeleteবুঝতে পেরেছি তোর মনের আবেগ ফুটে উঠেছে কবিতায়।
ReplyDeleteদারুণ লিখেছিস রে।