" তোমার চোখের আলোয় "
দেখেছি তোমার চোখের
আলোয় -
সেই গগন ছড়ানো জ্যোতি ,
দেখেছি তাতে -
বিজয়িনী ঝলকের অসামান্য দ্যূতি ।
মিষ্টি মধূর চাউনির সাথে -
পাগল করা রোহিনী ;
রয়েছে তাতে সুষ্ঠ ,
মৃদুময় প্রেমানন্দ ভাষা
আর,অগভীর হৃদয়কাঙ্খিত ভালোবাসা ।
হয়েছি তোমার চোখের
আলোয় -
সর্ব পরিশ্রমের ক্লান্তি ,
দেখেছি তাতে-
জীবন জয়ের জগৎজোড়া শান্তি ।
পারি না ভুলতে তোমার
চোখের আলোয় ভেসে বেড়ানো
হাজারো স্বপ্ন রঙিন ;
দেখেছি তাতে তোমার মনের
মাধূর্য মেশানো দৃষ্টি মলিন।
সৌমেন দে .....
9th Feb ,2009
No comments:
Post a Comment