" পেটুক পিকু "
পেটুক পিকু ভোজনরসিক
নাদুস ভুঁড়িখানাই সার ;
খাবার পরে ঢেকুর তুলে
বলে বেশী খাবো না আর ।
আনমনা মন আধবুড়া বয়েস
মাথায় কাঁচা-পাকা চুল ;
বুদ্ধির গোড়ায় না দিলে ধোঁয়া
অর্ধেক কাজে হয় শুধু ভুল ।
আজব স্বভাব ঝগড়ায় নবাব
উদাহরণে নেই কোনো জুরি ;
খুড়তুত-জেড়তুত মাসতুত-মামা
সাজানো গল্পের রকমারি ঝুরি।
কুলীন ব্রাহ্মন বড়ই চালাক
মুখে শুধু ব্যঞ্জনের বাহার ;
মদে মাতাল তালে দাঁতাল
সারাদিন চলে ভুঁড়িপেট আহার ।
পেটুক পিকু খাদ্য রসিক
দুই কুড়িতে ভীমরতি ;
মনে জাগে প্রেম চুলেতে রঙ
হারায় সে নিজের মতিগতি ।
ব্যথা পেলে সব ভুলে ,খায় গুলে-
আস্ত চিকেন বিরিয়ানি পরিপাটি
অলস মস্তিষ্ক অঢেল সময়
সুযোগে লোকের পিছনে একটু কাঠি।
গানের তালে বেদম নাচে
তাল-হুঁশ যে কিছুই নাই ;
নেশার ঘোরে ন্যাংটা হয়ে
সব ছুঁড়ে ফেলে যা কাছে পায় ।
সখ বারোমাস মাচো হওয়ার
তাই শরীরচর্চায় নিয়মনিষ্ঠ ;
মেদ -ভুঁড়ি কমে না তার -
বৃথা যায় সব ফালতু কষ্ট ।
সবজান্তা সর্বভূক দেদার বেলায়
নিজের পরিমিত জ্ঞান ;
দেশ-বিদেশের খবরাখবর
পান্ডিত্যে যেন বিজ্ঞের প্রধান ।
কচিকাচাদের সাথে মেলায় তাল
মোটা পিকুর রাজার পাল ;
চলনে -গমনে বাড়ায় খিদে
চেহারাটি ঠিক তার নাড়ুগোপাল ।
.....সৌমেন দে
4th June , 2013
Bhalo hoyche... :)
ReplyDeleteখুব মজার। :)
ReplyDeletekhub khide peye gelo KFC jachhi..
ReplyDeletelekhata .
vishon e khaddoroshik... :P
Bhison valo hoeche.....
ReplyDeletekhub bhalo lekhechis...besh mojar... waiting 4 some more... :)
ReplyDelete