" চিত্রকোটে চিত্রধারা "
দেখিয়াছি আমি -
সবুজের অন্তরালে -
অবিরাম অবিশ্রান্ত
জলরাশির ধারা ;
রইয়াছি শহর ছাড়াইয়া
তব দূর প্রান্তরে-
তব দূর প্রান্তরে-
চিরাচরিত একঘেয়েমী
নিয়মের বাঁধন ছাড়া ।
বিরামহীন অবিচল
প্রবাহমান দৃশ্যপটে -
চিত্রকোটের চিত্রধারায়
মজিয়াছি আমি বেশ ,
রামধনু রঙে সুপ্রভাত
যেন মিলাইয়া ধরে -
সুন্দরী রমনীর
সিক্ত আলুলায়িত কেশ ।
মুক্তধারার বিহ্বলতায়
এক টুকরো নুড়ির ন্যায়
মন -প্রাণ ভাসিয়া যায়
নিকট হইতে বহুদূর ,
কালোমেঘের ঘনঘটা
কালোমেঘের ঘনঘটা
বৃষ্টির আলতো ছোঁয়া ,
সূর্যাস্তের রক্তিম ছিটায়
জলতরঙ্গ রূপে-লাবণ্যে ভরপুর ।
পাহাড়-প্রাচীরে মনমুগ্ধ
সবুজের আভরন ,
ইন্দ্রাবতীর ইন্দ্রিয়দ্বারে
পরিতৃপ্ত পরিযায়ী মন ।
বর্ষাধারায় বৃষ্টিস্নিক্ত
প্রভাতের স্বপ্নহরিনী ;
মায়াবী জোছনায় চিত্রকোট
যেন নিদ্রাহীন যামিনী ।
……. সৌমেন দে
14th August,2013
……. সৌমেন দে
14th August,2013
চিত্রকোটের এমন বর্ণনায় আমি আবারও মনমুগ্ধ হয়ে উঠেছি ।
ReplyDeleteAAAhhhaaaa Kobi Soumen tomar tulona hoina...
ReplyDeletekhuuub sundor likhechis re... (y)
ReplyDeletebah bah besh kobityo bhab ta phute uthechhe daruuuun
ReplyDeletesotti sooti mugdho tomar gune
ReplyDeleteawasome
ReplyDelete